আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল নিয়ে আসছেন নতুন চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’। আর এ চলচ্চিত্রের প্রচারণার সকল দায়-দায়িত্বে থাকছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত এ কথা জানান।
নতুন চলচ্চিত্র নিয়ে অনন্ত বলেন, 'আমাদের দেশে যেসব চলচ্চিত্র নির্মিত হচ্ছে, সেগুলোর বেশিরভাগই তরুণ প্রজন্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। বস্তির ছেলে সিরিয়াল কিলার কিংবা অপরাধ জগতের ডন হয়ে যাওয়ায় এসব কাহিনী সমাজকে ভাল কিছু দেয় না।'
তিনি জানান, 'মোস্ট ওয়েলকাম টু’ দর্শকদের সামনে ইতিবাচক কাহিনী তুলে আনছে। এক বাংলাদেশি বিজ্ঞানীর ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার এবং এর বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র এ ছবির গল্প।'
অনন্ত আরো বলেন, 'আমি চেষ্টা করছি দর্শকদের একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উপহার দিতে। পৃথিবীর বিখ্যাত জায়গাগুলোয় এ ছবির শুটিং হয়েছে। শুধু লাস্ট ক্লাইমেক্সের শুটিং করেছি ১৬ দিন ধরে। হলিউডি ছবির অ্যাকশন দৃশ্য এবং আমার এ ছবির অ্যাকশন দৃশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই।'
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিটির প্রচারণা সংক্রান্ত সকল দায়িত্ব বহন করছে গ্রামীণফোন।
অনন্তের কাহিনী, সংলাপ এবং পরিচালনায় ছবিটিতে অনন্ত ছাড়াও অভিনয় করছেন বর্ষা, মিশা সওদাগর, চম্পা, দিতি, প্রবীর মিত্র প্রমুখ।