বলিউড অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কিছু নয়। বিরাট কোহলির সঙ্গে আনুশকার গভীর রাতে হোটেল প্রেমের ছবি এখন পাপারাজ্জিদের কাছে পুরনো ঘটনা। এখন তাদের ক্যামেরার লেন্স খুঁজে বেড়াচ্ছে বলিউডের আরেক সুন্দরী সুপার মডেল ও অভিনেত্রী শ্রুতি হাসানকে। তিনি নাকি অনেক দিন ধরেই ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন।
এ নিয়ে পত্রিকায় লেখালেখিও হচ্ছে ঘটা করে। ক্রিকেটার সুরেশ রায়না নাকি শ্রুতি হাসানকে এখন তার লাকি মাসকট হিসেবেও মানছেন। আর শ্রুতিও তার নতুন প্রেমিকের কোন খেলা মিস করছেন না। কখনও দলবল নিয়ে, কখনও একাই হাজির হচ্ছেন খেলার মাঠে। নতুন এই আলোচিত যুগল ধীরে ধীরে তাদের সম্পর্ককে অনেক গভীরে নিয়ে গেলেও সেটাকে গোপনই রাখতে চাচ্ছেন। তাই এ বিষয়ে কেউই মুখ খুলতে চাইছেন না।
ভারতের শীর্ষ স্থানীয় একটি পত্রিকা এ নতুন প্রেমিক যুগলকে নিয়ে প্রতিবেদন করেছে। পত্রিকাটি বলেন, ‘শ্রুতি এবং রায়না অনেকদিন থেকেই তাদের সম্পর্ক গোপনে চালিয়ে আসছেন। কিন্তু তারা বিষয়টিকে গোপনই রাখতে চাচ্ছেন। তাদের কাজের এত ব্যস্ততার মাঝেও তারা যত বেশি সম্ভব একে অপরের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।’
জানা গেছে, কিছুদিন পূর্বে একটি পার্টিতে তাদের এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল শ্রুতি এবং রায়নার। সে পরিচয়ই এখন প্রণয়ে রূপ নিয়েছে। এর আগে অভিনেতা সিদ্ধার্থ নারায়ণের সঙ্গে শ্রুতি হাসানের সম্পর্কের একটি খবরও শোনা গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি।
তবে, শ্রুতি তার নতুন ক্রিকেটার প্রেমিক নিয়ে অনেক আনন্দেই আছেন। আর বর্তমান সময় কাটছে তার পরবর্তী ছবি গাব্বার নিয়ে। নতুন প্রেমের উত্তেজনায় তার কাজের গতিও বেড়ে গেছে অনেক বেশি।