অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত আপকামিং চলচ্চিত্র 'মোস্ট ওয়েলকাম-২' এর অডিও গান প্রকাশ হলো। এটি নিবেদন করে গ্রামীণফোন। মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রের অডিও গানগুলো এঙ্ক্লুসিভলি গ্রামীণফোনের গ্রাহকরা শুনতে, ডাউনলোড করতে এবং রিং ব্যাক টোন হিসেবে ব্যবহার করতে পারবেন। একইভাবে খুব শীঘ্রই চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার, ভিডিও গান ও মুভি ক্লিপসও গ্রাহকরা পাবেন। 'মোস্ট ওয়েলকাম ২' চলচ্চিত্রে মোট ৬টি গান রয়েছে। গানগুলোর গীতিকার জাহিদ আকবর ও আকাশ। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, নওমী, শহীদ, শুভমিতা (ইন্ডিয়া), তানভির তারেক, সোমচন্দা (ইন্ডিয়া), আকাশ (ইন্ডিয়া), অমৃতা (ইন্ডিয়া) ও কৈলাশ খের (ইন্ডিয়া)। সংগীত পরিচালক ইমন সাহা, আকাশ, তানভির তারেক ও রাফি।
চলচ্চিত্রটি রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাবে। চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা হলেন_ অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, ডন, কাবিলা, চম্পা, দিতি, প্রবীর মিত্র, সোহেল রানা, অলিভার (জার্মান), জিম (আমেরিকা), নিনো (ইটালি)
ও অন্যান্য।