নতুন নতুন রূপে বিদ্যা বালানের জুড়ি নেই। তাই আগে থেকেই তাকে বহুরূপী বলা হয়। কিন্তু এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেছেন। একটা বা দুটো নয়, গুনে গুনে ১২২ রকমের সাজগোজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সেখান থেকে ২২টি বেশভূষা পছন্দ হয়েছে বিদ্যার। নিজের পরবর্তী ছবি 'ববি জাসুস'র পুরোটায় ডাব্বাওয়ালা, পিয়ন, শিক্ষিকা, মাছ ব্যবসায়ী, পথের ধারের জ্যোতিষী ও অর্ধটাক পুরুষের ছদ্মবেশসহ বিভিন্ন রূপে দেখা যাবে তাকে। কারণ এতে নারী গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন তিনি। দৃশ্যধারণ শুরুর আগে টানা দুই সপ্তাহ ধরে সাজগোজ আর বেশভূষা নিয়ে নিরীক্ষা চালিয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী! ধৈর্য বটে।