হুট করেই হামলার শিকার হয়ে বিস্মিত ব্রাড পিট। হলিউডের এল ক্যাপিটান থিয়েটার প্রাঙ্গণে বুধবার পিটের প্রেমিকা অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত 'ম্যালফিসেন্ট' ছবির প্রিমিয়ারের লালগালিচায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ভক্তদের অভিনন্দনে সাড়া দিয়ে হাঁটছিলেন পিট। দুই একজনকে অটোগ্রাফও দিচ্ছিলেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। এ সময় আকস্মিকভাবে ভক্তদের জন্য সীমাবদ্ধ স্থান টপকে তার ওপর হামলা চালায় ওই ব্যক্তি। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নেন ও পুলিশকে খবর দেন। তবে এতে শারীরিকভাবে কোনো আঘাত পাননি পিট। কিন্তু অবাক হয়েছেন। কারণ তাকে হামলার কারণ তিনি জানেন না।