মধ্যরাতে পুলিশি তল্লাশির মুখে পড়লেন নায়ক ও মডেল নিরব। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে নায়ক নিরব হাতিরঝিল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ গাড়ি থামাতে বলে। থামাতে বলার পরেও গাড়ি চলতে থাকায় সামনে আরো দুই পুলিশ কনস্টেবল গাড়ির গতিরোধ করে। এ সময় পুলিশ কিছুটা ক্ষিপ্ত হয়। গাড়ি থেকে বের হন নায়ক নিরব। বেরিয়ে পুলিশকে বলেন, ‘আমি নিরব’।
ক্ষিপ্ত এক পুলিশ বলে ওঠেন, আপনি নিরব হন আর যে-ই হোন আমাদের কাজ গাড়ি চেক করা। এরপর পুলিশ গাড়ি তল্লাশি করেন। তবে তল্লাশিকালে পুলিশকে সহযোগিতা করেন নিরব। গাড়িতে কিছু না পাওয়ায় গাড়িসহ তাকে ছেড়ে দেয় পুলিশ।