মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদেশিয়ান তার ট্যুইটার এবং ইনস্টাগ্রাম একাউন্টে স্বামী ক্যানি ওয়েস্টের ডাকনাম নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন। তবে ব্লগে কারদেশিয়ানের নামে কোনো পরিবর্তন আসেনি। মার্কিন সাপ্তাহিক সেলিব্রেটি ম্যাগাজিন 'পিপল' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর এনডিটিভির
গত ২৪ মে কিম কারদেশিয়ান ও হিপহপ তারকা ক্যানি ওয়েস্ট ইতালির ফ্লোরেন্সে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নবদম্পতি বর্তমানে আয়ারল্যান্ডে পাঁচ দিনের হানিমুনে আছেন।
কিম কারদেশিয়ান ইতোমধ্যে সামাজিক মাধ্যম ট্যুইটার ও ইনস্টাগ্রামে তাদের বিয়ের কথা স্মরণ করে পোস্ট করছেন। বিয়ের নতুন কয়েকটি ছবিও তিনি মাধ্যমগুলোতে যুক্ত করেছেন। ঠিক বিয়ের আগের দিনগুলোয় ফ্রান্সের প্যারিসে ক্যানি ওয়েস্টের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথাও তিনি ব্লগ করেছেন।