পারিবাবিরক ব্যবসা থেকে সরে গিয়ে হলিউডেই নিজের কেরিয়ার গড়তে চান বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া।
একটি বাণিজ্যিক সংবাদপত্রে এ কথা জানিয়েছেন তিনি।
পত্রিকাতে তিনি জানিয়েছেন, হলিউডে কেরিয়ার গড়ার জন্য তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ডে সিড নামে নিজের নাম নথিভুক্ত করেছেন।
কয়েক দশক আগে দাদু বিঠল যে ব্যবসার শুরু করেছিলেন, বাবা বিজয় সেই ব্যবসার সম্প্রসারণ করেন। যদিও তার আমলেই এই গোষ্ঠীর ব্যবসা লাটে ওঠার পথে। কারণ কিং ফিসার এয়ারলাইন্সের ৭০০০ কোটি টাকার উপর বকেয়া ঋণ বিতর্কে ফেলেছে বিজয় মালিয়াকে।
তবে ব্যবসার অবস্থা যাই অবস্থা হোক না কেন, মালিয়া পরিবারের সম্পত্তি এখনও যথেষ্ঠ। কারণ ২০১৩ সালে বিজনেস স্যান্ডার্ডে বিলিয়নিয়রদের তালিকায় ছিলেন বিজয়।
সেই ব্যবসা থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ২৭ বছরের সিড জানিয়েছেন, নজরের কেন্দ্র বিন্দুতে তিনি থাকতে চান। তাছাড়া তিনি সবসময়ই চেয়েছেন অভিনয় করতে এবং বিনোদনের জগতে থাকতে।