হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ১২ বছর বয়সী ছেলে ম্যাডক্স তার জীবনের প্রথম প্রেম খুঁজে পেয়েছে। তার উচ্চতা মায়ের সমান। ম্যাডক্স ইতোমধ্যে অভিনয়ও শুরু করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
জোলি ও ব্রাড পিটের ছেলে ম্যাডক্স ব্রিটিশ বংশীয় এক তরুণীর সঙ্গে প্রেম করছে বলে জোর খবর শোনা যাচ্ছে। আর ম্যাডক্সের গার্লফ্রেন্ড নিয়ে দারুণ খুশি তার মা জোলি।
সম্প্রতি লস এঞ্জেলসে 'ম্যালফিসেন্ট' ছবির প্রিমিয়ারে জোলি বলেছেন, আমার ছেলে ম্যাডক্স তার গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। সে একটি ব্রিটিশ মেয়ে, ইংল্যান্ডে থাকে। মেয়েটি খুব চমৎকার। তারা আজকাল ডেটিং করছে।'