সংস্কৃতি একটি জাতির ধারক ও বাহক। এর ওপর আঘাত এলে সেই দেশে অপরাধের পরিমাণ বেড়ে যায়। যে কারণে দেশে মৌলবাদের পরিমাণ বেড়ে গেছে। আজ গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, কবি গান, পালা গান, জারি, সারি ইত্যাদি।
আমার মনে হয়, আমাদের সংস্কৃতির জন্য যে বাজেটটা দেওয়া হয় তা সারা গ্রামবাংলায় পেঁৗছে দিতে হবে। আর এ জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।