বাজেট বাড়লেই সংস্কৃতির উন্নয়ন হবে না। আমরা যে পরিমাণে বাজেট পাই তার সঠিক ব্যবহার জানতে হবে। একটি দেশের সংস্কৃতি মানে নাটক আর গান নয়। চেতনাগত পরিবর্তন শুধু নয়, আমরা বস্তুগত পরিবর্তনও চাই। দিন দিন আমাদের দেশে পাঠকের পরিমাণ কমে যাচ্ছে, যা আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। একটি আন্তর্জাতিকমানের বইমেলা করতে পর্যাপ্ত অনুদান থাকা দরকার_ আমরা তা পাচ্ছি না।