আমাদের দেশের বাজেটটা এককেন্দ্রীভূত। যে খাতে যে পরিমাণ বাজেট থাকা দরকার, আমার মনে হয় সে পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে না। এ ছাড়া নির্দিষ্ট মন্ত্রণালয়ের লোকেরা সে বাজেটকে ইচ্ছানুযায়ী কর্তন করছে, যা আমাদের কাম্য নয়। একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তার সংস্কৃতি। এই সংস্কৃতির উন্নয়ন ও চর্চার জন্য আমাদের দেশে যে পরিমাণ বাজেট থাকা দরকার সে পরিমাণে দেওয়া হয় না। আমি মনে করি, সংস্কৃতি খাতে পর্যাপ্ত বাজেট দরকার।