সংস্কৃতিকে সম্মান করা মানে হচ্ছে আমাদের নিজের জীবনকে সম্মান করা। সংস্কৃতি খাতে যে পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে সেটা অপ্রতুল। আমার মনে হয়, সঠিক ব্যবহারের মাধ্যমে ওই বাজেটকেই একটি স্বয়ংসম্পূর্ণ রূপ দেওয়া যেতে পারে। আমরা কথায় কথায় বিটিভিকে অনেক বিষয় নিয়ে দোষারূপ করে থাকি। কিন্তু আমাদের বুঝতে হবে একটি বেসরকারি টিভি চ্যানেল যে কাজটি সহজেই করতে পারে একটি সরকারি চ্যানেল সেভাবে করতে পারবে না।