দেশের সংস্কৃতি খাতে বাজেট যে পরিমাণ হওয়া উচিত তার জন্য আমাদের আরও কিছু সময় নিতে হবে। কারণ, দেশে মৌলবাদী সংস্থাগুলো খুব সংঘবদ্ধ এবং তারা আর্থিকভাবে অনেক সচ্ছল, নিষ্ঠুর নিরপেক্ষতার শিকার আমাদের এই সংস্কৃতি। কেবল সরকার নয়, সংস্কৃতির পরিবর্তনে আমাদেরও অনেক দায়িত্ব আছে। শুধু বিটিভি ও সরকারের ব্যর্থতা বললে চলবে না। এ বিষয়গুলোর ওপর আমাদের নজরদারি থাকলে নির্দিষ্টসংখ্যক বাজেটেই উন্নয়ন করা সম্ভব।