আমাদের দেশে যে কোনো একটি অপরাধ মানে একটি সংস্কৃতির বিচ্যুতি। আমাদের সংস্কৃতি যদি হুমকির সম্মুখীন হয় সেখানে অপরাধ সৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। ধর্ম ও পুঁজিবাদ মিলে আমরা একটি হাইব্রিড সংস্কৃতির জন্ম দিয়েছি, যা আমার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর নয়। আমি মনে করি, আমাদের দেশীয় সংস্কৃতির উন্নয়নের জন্য নতুন নতুন চিন্তা-ভাবনা করতে হবে।