টেলিভিশনে একটি নাটকের জন্য ৩ লাখের অধিক টাকা পরিচালককে দিতে হয়। তার মধ্যে ১০% এআইটি ভ্যাট দিতে হয় সরকারকে, যা বাইরের কোনো টিভি চ্যানেলকে দিতে হয় না। সরকার চলচ্চিত্রে যে পরিমাণ অনুদান দেয় তা টিভি নাটকে দেওয়া হয় না। অনুদানের অভাবে আমাদের দেশ থেকে অনেক নাট্যদল উধাও হয়ে যাচ্ছে। যার ফলে ভালো অভিনেতা অভিনেত্রী পাচ্ছি না।