বলিউড বক্স অফিস কুইন দীপিকা 'ভোগ' ম্যাগাজিনের কাভারে অন্য রূপে নিজেকে প্রকাশ করলেন। তার এ আবেদনময়ী লুক আগের সব কাভার গার্লের লুককে হার মানাতে বাধ্য।
'ভোগ' ম্যাগাজিনের জুন মাসের কাভার গার্ল হয়েছেন 'হ্যাপি নিউ ইয়ার' অভিনেত্রী দীপিকা। এ ছবিটিতে বোতাম খোলা একটি সাদা শার্টে ও তার নিচে ছোট প্যান্ট পরা অবস্থায় সর্বকালের সেরা আবেদনময়ী লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।
গলায় সবুজ রঙের ডায়মন্ডের নেকলেস। আর সাধারণ মেকআপে সত্যিই অসাধারণ লাগছে দীপিকাকে।