দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ৩০ মে শুক্রবার তিনি ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তিনি নিজের নাম রেখেছেন এমজি রহিমা।
২৬ বছর বয়সী এ অভিনেত্রী শুক্রবার এক প্রেস কনফারেন্সে বলেন, 'আমি টাকা বা প্রেমের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইসলামের নিয়মকানুন ও রীতিনীতি পছন্দ হওয়ায় এ ধর্ম গ্রহণ করেছি।'
কার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত হন তা অবশ্য তিনি জানাননি। তবে আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতে তিনি খুবই পরিচিত মুখ।