ছবি মুক্তির আগে যেকজন অভিনেত্রী আলোচনায় উঠে এসেছেন তাদের মধ্যে পরীমনি অন্যতম। ইতিমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে চলছে আরো কয়েকটির শূটিং। সে ধারাবাহিকতায় এবার পরীমনিকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে।
সম্প্রতি ‘ধুমকেতু’ নামক একটি ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান ও পরী। মুন্নী প্রোডাকশনের ব্যানারে ছবিটির পরিচালক শফিক হাসান। চলতি মাসের ২৪ তারিখ থেকে ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে শফিক হাসান বলেন, দর্শকদেরকে নতুন জুটি উপহার দেওয়ার প্রত্যাশা নিয়েই শাবিকের বিপরীতে পরীকে নিয়েছি। আশা করি আমার এ রসায়ন সবাই গ্রহণ করবেন। এছাড়া কাহিনীর দিকটাও নজর দেওয়া হয়েছে। গতানুগতিক না রেখে একটু বৈচিত্র্য আনা হয়েছে।
অন্যদিকে পরীমণি বলেন, আমাদের চলচ্চিত্রের শীর্ষ নায়কের সঙ্গে কাজ করার আনন্দটাই অন্যরকম। চেষ্টা করবো অভিনয়ের সেরাটাই উপহার দিতে।
উল্লেখ্য, পরী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে রানা প্লাজা ও ভালোবাসা সীমাহীন। তবে ছবি মূক্তির প্রতিক্ষায় তার অভিনয় থেমে নেই। অপূর্ব রানার ইনোসেন্ট লাভ, ওয়াজেদ আলী সুমনের আমার মন জুড়ে তুই নামের আরো দু’টি ছবিতে অভিনয় শেষ করেছেন। এছাড়া আজ থেকে শুরু হয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা ছবির শূটিং।