দুই বছরের বেশি পার হয়ে গেছে আংটি বদল করেছেন হলিউডের পর্দা কাঁপানো জুটি অ্যাঞ্জেলিনা ও ব্রাডপিট। আজ না কাল করে অনেক দিন ধরেই তাদের শুভ বিবাহের অপেক্ষায় ভক্ত সম্প্রদায়। এরই মধ্যে হঠাৎ সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ঘটা করে আলোচনায় আসে বিয়ে করছেন ব্রাঞ্জোলিনা জুটি। তাদের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে হলিউড পাড়া থেকে মিডিয়াজুড়ে। কিন্তু সংবাদ সম্মেলন করে ভক্তকুলের সব আশা-আকাঙ্খার গুড়ে বালি দিয়ে দিলেন জোলি। ঘোষণা দিলেন এখনই বিয়ে নয়। তিনি একেবারেই প্রস্তুত নন। এমনকি বিয়ের পোশাকটিই তার নেই।
বিয়ের প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে একান্তই একটি ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখতে হবে, অনেক মানুষের নজর থাকবে আমাদের দিকে। আর বিয়ের পোশাকই তো আমার তৈরি হয়নি।’
শোনা গেছে কবে বিয়ে করা যায় তা নিয়ে শুধু স্বামী পিটই নয় সন্তানদের সঙ্গেও আলোচনা করছেন জোলি। ব্রাড এবং অ্যাঞ্জেলিনার ছয়টি পালক বাচ্চা রয়েছে। সবচেয়ে বড় ছেলে ম্যাডক্স এর বয়স ১২ বছর।