এবার বড়পর্দায় ফোর্থ মিশন নিয়ে হাজির হচ্ছেন মডেল ও ছোটপর্দার সফল নায়ক আরিফিন শুভ। ৬ জুন মুক্তি পাচ্ছে শুভ অভিনীত চলচ্চিত্র 'তারকাঁটা'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ছিল শুভর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। এতে তার চরিত্রটি অ্যান্টি হিরো টাইপের হলেও দর্শক তাকে সাদরে গ্রহণ করে। বিশেষ করে মহিলা দর্শকরা একমাত্র শুভর জন্যই ব্যাপকহারে ছবিটি দেখে। এরপর মুক্তি পায় 'ভালোবাসা জিন্দাবাদ'।
এতে কলেজপড়ুয়া এক রোমান্টিক ছাত্রের চরিত্রে দর্শক তাকে পছন্দ করে। দুর্বল নির্মাণ সত্ত্বেও শুধু শুভর কারণেই ছবিটি সফল হয়। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগি্ন'। এতে রোমান্টিক-অ্যাকশন হিরোর চরিত্রে অসাধারণ কাজ দেখান শুভ। বলতে গেলে তিনটি চলচ্চিত্রে তিন ধরনের চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হয়ে সমানভাবে সফল হন তিনি। এবার 'তারকাঁটা' ছবিতে আবার রোমান্টিক-অ্যাকশন হিরো হয়ে আসছেন শুভ। ইতিমধ্যে শুভর কারণে এ চলচ্চিত্রের প্রতি ব্যাপক দর্শক আগ্রহ তৈরি হয়েছে। চলচ্চিত্রকার এবং দর্শক, সবার একই কথা_ ফোর্থ মিশনেও সাফল্য দেখিয়ে রুপালি পর্দার মসৃণ পথে তরতর করে এগিয়ে যাবেন এ সময়ের সফল অভিনেতা আরিফিন শুভ। এদিকে শুভ অভিনীত প্রথম ছবি 'ছায়া-ছবি' এ বছরই মুক্তির কথা রয়েছে। রোমান্টিক ধারার এই ছবিতে তার বিপরীতে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তাছাড়া সম্প্রতি শেষ করলেন 'কিস্তিমাত' ছবির কাজ। এ ছবিগুলো এ বছরই মুক্তি পাবে। সব মিলিয়ে একের পর এক সফল মিশন নিয়ে ঢালিউডে শাকিবের পরের স্থানটি নিজের দখলে নিয়ে নিচ্ছেন সুদর্শন নায়ক আরিফিন শুভ।