জলের গান প্রকাশ করল তাদের দ্বিতীয় গানের অ্যালবাম 'পাতালপুরের গান'। অ্যালবামটিতে ৯টি গান, ১টি ইন্সট্রুমেন্টাল ট্র্যাক এবং সাউন্ড ট্র্যাকসহ মোট ১১টি ট্র্যাক রয়েছে। ২০০৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে জলের গান ব্যান্ডের যাত্রা হয়। ২০১৩ সালে শ্রোতাদের চাহিদার কারণেই জলের গান প্রকাশ করে নিজেদের প্রথম অ্যালবাম 'অতল জলের গান'। অ্যালবামটির সবগুলো গানই শ্রোতাপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় এবার এলো জলের গান ব্যান্ডের নতুন অ্যালবাম 'পাতাল জলের গান'। পাতালপুরের অ্যালবামের গানগুলো হচ্ছে-শীতল চিঠি-কথা ও সুর রাহুল আনন্দ, এক কাপ চা-কথা সঞ্জীবন শিকদার ও সুর রাহুল আনন্দ, বাউলা বাতাস-২ কথা ও সুর রাহুল আনন্দ, এই পাগল! কথা ও সুর রাহুল আনন্দ, ঘুম ভাঙানিয়া গান কথা ও সুর রাহুল আনন্দ, পঙ্খীরাজ, কথা ও সুর রাহুল আনন্দ, পাখির গান, কথা ও সুর রাহুল আনন্দ, একাকী আসর, কথা অনিমেষ আইচ, সুর রাহুল আনন্দ, আন্ধার রাইতে, আর নাই কেউ, কথা জীবনানন্দ দাশ, সুর রাহুল আনন্দ, নৈঃশব্দে ঢেউ, কথা জীবনানন্দ দাশ, সুর রাহুল।