আবারও চলচ্চিত্রে অভিনয় করছেন নওশীন।
জুন মাসের শেষ সপ্তাহে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য ছবিটির নাম 'আমরা যারা মা-বাবা'। পরিচালক শাহরিয়ার নাজিম জয়। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটির নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নওশীন বলেন, 'আমি আসলে অভিনয় করতে চাই। সেটা হোক ছোটপর্দা কিংবা বড়পর্দা। আর সেই ইচ্ছা থেকে ছোটপর্দা থেকে একটা সময় বড় পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিই।'
এটি নওশীনের চতুর্থ ছবি। প্রথমটি ছিল শোয়াচান পাখি। এরপর হ্যালো অমিত এবং দুদু মিয়া নামের আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু একটিও মুক্তি পায়নি।