পরিনীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার শত্রুরা। এমন অভিযোগ এই নায়িকার। তার বিরুদ্ধে রটনা হলো তিনি শাহরুখ, আমির এবং সালমান খানের সঙ্গে কাজ করতে চান না। কিন্তু পরিনীতি বলছেন, এমন কোনো কথাই বলেননি তিনি। সম্প্রতি ইয়াশ রাজ
প্রোডাকশনের ফ্যাশন হাউস 'দিভানি'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিনীতি বলেন, 'আমাকে প্রশ্ন করা হয়, আমি কখনো সিনিয়র অভিনেতাদের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছি কিনা। উত্তরে আমি বলি, প্রস্তাব পেয়েছি, তবে ওইসব সিনেমায় আমার চরিত্রের তেমন কোনো ভূমিকা ছিল না। তাই আমি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি নির্দিষ্ট কোনো অভিনেতার নাম বলিনি।'