এবার স্বামীর পেছনে গোয়েন্দা লাগিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। গুজব ছড়িয়ে পড়ে পরকীয়ায় মেতে উঠেছেন বিদ্যার স্বামী সিদ্ধার্থ। তবে এটি সত্য নাকি বিদ্যার আগামী সিনেমা 'ববি জাসুস'র প্রোমোশনের স্ট্যান্টবাজি? এমন প্রশ্নের উত্তরে বিদ্যা বালান বলেন, 'প্লিজ এসবে সিদ্ধার্থকে জড়াবেন না। আমার স্বামী আসলে খুবই বোকা আর বিশেষ করে এসব ব্যাপারে সে তো কিছুই জানে না।' সিদ্ধার্থ রায় কাপুরের পেছনে গোয়েন্দা লাগানোর ব্যাপারটি আপাতদৃষ্টিতে সিনেমার প্রোমোশন বলে মনে করা হলেও এই অভিনেত্রী কিন্তু নিজে থেকে তা স্বীকার করেননি। তবে খুব সূক্ষ্ম এক জালে ফেলে দিয়েছেন ভক্তদের।