আবারও সেরা আবেদনময়ী অভিনেত্রীর খেতাব জিতলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। চার-চারটি ব্লকবাস্টার হিট সিনেমা আর সেই সঙ্গে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার_ সব মিলিয়ে ২০১৩ সালটি ভালোই কেটেছে দীপিকার। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার জরিপে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া আর সানি লিওনকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেছেন তিনি। জরিপে দীপিকার পক্ষে পড়েছে প্রায় সাড়ে সাত লাখ ভোট। দ্বিতীয়বারের মতো এই খেতাব পেলেন তিনি। গত বছরে তার অভিনীত চারটি ছবি ১০০ কোটির ওপর আয় করা সিনেমার সাফল্য তো বটেই, দীপিকার এই জয়ের পেছনে প্রভাব রেখেছে চলতি বছরের শুরুতেই শাহরুখ খানের বিপরীতে 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘটনাও। তাছাড়া 'গোলিও কি রাসলীলা : রামলীলা' সিনেমার সহ-অভিনেতা রনভির সিংয়ের সঙ্গে চলমান প্রেমের গুজব তো আছেই।