লোটা কম্বল
প্রখ্যাত কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'লোটা কম্বল' অবলম্বনে জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'লোটা কম্বল'। একটি সংসারের টানাপাড়েন, সুখ-দুঃখ, হাসি-কান্না এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে এই উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন। আর পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। দীর্ঘ এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, নোভা, আরফান নিশো, এস এম মহসিন, সাহেদ আলী, জাহিদী হিমেল, খলিলুর রহমান কাদেরী, তানিয়া আমিন, হিন্দোল রায় এবং শিশুশিল্পী হুমাইরা হোসেন টুকটুকি। নাটকটি রাত ৮টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
দূরপাঠ
দেশটিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণ অনুষ্ঠান দূরপাঠের এবারের বিষয় 'ইংরেজি শিক্ষা'। এ কোর্সে দৈনন্দিন এবং পেশাগত প্রয়োজনে যে ধরনের ইংরেজি দক্ষতা অপরিহার্য তা শেখানো হচ্ছে। এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি বুঝতে এবং বলতে পারবেন। এ কোর্স চলবে দুই সপ্তাহ। প্রশিক্ষক হিসেবে থাকছেন এফ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ফিরোজ মুকুল। অনুষ্ঠানে দেশের যে কোনো প্রান্ত থেকে ফোন, এসএমএস-এ প্রশিক্ষণার্থী হিসেবে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পালাক্রমে উপস্থাপনা করবেন জাকিয়া ঝুমু, লিজা এবং পূর্ণি। দূরপাঠ সরাসরি প্রচার হবে বিকাল ৫টায়।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। এজাজ মুননার রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আবদুল কাদের, খালীকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা প্রমুখ। 'গোলাম আলী মির্জা একজন ব্যক্তি, যিনি সুযোগসন্ধানী, স্বার্থপর, একনায়ক। কারোর কোনো মতপ্রকাশের স্বাধীনতা তার সংসারে নেই। স্ত্রী এবং চার ছেলে সবাই বেকার। তারা সবাই গোলামের নিয়ন্ত্রণে। কারোর কোনো স্বাধীনতা নেই।