যশরাজের নতুন বলিউড ফ্যাশন লেবেলের উদ্বোধনে এসে, আলিয়া নজর কেড়ে নিলেন সবার। তবে শুধু যশরাজের ফ্যাশনেই নয়। যশরাজের নায়িকা হতে চান আলিয়া ভাট।
আলিয়া জানিয়েছেন, 'বলিউডের নায়িকা মানেই যশরাজের ছবির নায়িকা। বলি ডিভাদের জন্মই তো হয়েছে যশ চোপড়ার হাত ধরে। তাই এই ব্যানারে কাজ করাটা আমার কাছে স্বপ্নের মতো। বিশেষ করে যশরাজের প্রেমের গল্প, সর্ম্পকের গল্প, সেই টানাপোড়েন সব সময়ই আমাকে প্রেরণা জুগিয়েছে।'