বাবা শত্রুঘ্ন সিনহা বিজেপির সাংসদ। তাই মেয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখেও শোনা গেল ভারতীয় জনতা পার্টির প্রশংসা।
সোনাক্ষী বললেন, 'বিজেপি ক্ষমতায় এসেছে। এবার দেশে সুদিন আসবে। নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। এভাবেই তিনি দেশের উন্নয়ন করবেন।' পাশাপাশি, মোদি মন্ত্রিসভায় সাতজন নারী মন্ত্রীর বিষয়ে নিয়েও উচ্ছ্বসিত সোনাক্ষী।
যদিও, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিতর্কের বিষয়ে মুখ খুলতে নারাজ ছিলেন তিনি। বাড়িতে রাজনীতি অথবা সিনেমা কোনো বিষয়েই খুব বেশি আলোচনা হয় না বলে মন্তব্য করেন সোনাক্ষী। বাবার আদরের মেয়ে বাবার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।