আরশাদ আদনান, একাধারে একজন ব্যাংকার, আবৃত্তিকার, সৌখিন অভিনেতা এবং প্রযোজক। নাট্যনির্মাতা রায়হান খানের 'প্রফেশনাল' নাটকে তিনি প্রথম অভিনয় করেন। মেহেদী হাসান সোমেন পরিচালিত 'প্রেমের পাণ্ডুলিপি' নাটকে প্রথমবারের মতো আরশাদ আদনান রুমানার বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। আর বিশেষ এই নাটকটি ৫ জুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে। এদিকে আজ আরশাদ আদনান ও তার বন্ধু জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের জন্মদিন। অভিনেতা মিলন আকিদুল ইসলাম রচিত ও পরিচালিত নাটক 'দূরের বাড়ি কাছের মানুষ'র শুটিং শেষে আজ তার পরিবারের সঙ্গে জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে সকালে ঢাকা এসে পৌঁছাবেন। 'ভার্সেটাইল মিডিয়া'র কর্ণধার আরশাদ আদনান নিয়মিত কাজ হিসেবে তিনি বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশানের প্রাইম ব্যাংকেই ব্যস্ত থাকবেন। এরপর তিনি তার বাবা-মা ও দুই ছেলে শ্রেষ্ঠ-প্রিয়র সঙ্গে বিশেষ সময় কাটাবেন।