৬ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ও সাধারণ পরিষদের সভাপতি এইচ ই জন ডবি্লউ অ্যাশ এই কনসার্টের আয়োজক। সেখানে বিশ্বের আরও কয়েকজন সংগীতশিল্পীর পাশাপাশি গান পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড লালন। ২০১৫ সালে এই বিশ্বকে আমরা কীভাবে দেখতে চাই, পৃথিবীকে আরও শান্তিপূর্ণ করে তুলতে আমাদের করণীয় কী-এমন ভাবনা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 'মাই ওয়ার্ল্ড' প্লাটফর্মের মাধ্যমে ভোট দিয়ে বিশ্বের নেতাদের কাছে নিজেদের চাওয়াটা পৌঁছে দেবে বিশ্ববাসী। ব্যান্ড লালন ছাড়াও এই কনসার্টে অংশ নেবে ক্যারিবীয় অঞ্চলের ব্যান্ড দল ও শিল্পী। যেমন কাসাভ, ডেভিড রাডার, ম্যাচেল মন্টানো। ব্যান্ড লালনের সুমী জানান, কনসার্টে তারা তিনটি গান করবেন।