প্রায় দুই মাস পর সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন নায়করাজ রাজ্জাক। রবিবার এফডিসিতে মুশফিকুর রহমান গুলজার নির্মিতব্য 'মন জানে না মনের ঠিকানা' চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ক্যামেরার সামনে হাজির হন রাজ্জাক। এ সময় তাকে বেশ উৎফুল্ল এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। নায়করাজ বলেন, আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রই আমার জীবন। তাই অসুস্থতা বা অন্য কোনো প্রতিবন্ধকতা বেশিদিন আমাকে ক্যামেরার সামনে থেকে দূরে রাখতে পারে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি চলচ্চিত্রে কাজ করে যেতে চাই। এখন পুরোপুরি সুস্থ তিনি। রাজ্জাক বলেন, চমৎকার গল্প ও চরিত্রের ছবি 'মন জানে না মনের ঠিকানা'। অনেক দিন পর আবার অভিনয়ে ফিরতে পেরে ফুরফুরে লাগছে।'