'ভূতনাথ রিটার্নস' মুক্তির আরও আগে থেকেই সংবাদে নিয়মিত ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। অন্যদিকে 'টু স্টেটস' সুপারহিট হওয়ার পর আলিয়া ভাট এখন আলোচনায় 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'র কারণে। টাইমস অব ইন্ডিয়ার রেটিং অনুযায়ী এপ্রিল মাসে দুই প্রজন্মের এই দুই শিল্পীর জনপ্রিয়তার কাঁটা এখন উপরের দিকে। বক্স অফিসে 'ভূতনাথ রিটার্নসে'র সাফল্যের পাশাপাশি পরিচালক আর বাল্কির সঙ্গে নতুন সিনেমার কাজ, 'কউন বনেগা ক্রোরপতি'র নতুন সিজন, সুজিত সরকারের নতুন সিনেমা 'পিকু' এবং নয়টি বিজ্ঞাপনের কাজ_ সব মিলিয়ে এপ্রিলজুড়ে গণমাধ্যমে চর্চিত হয়েছেন অমিতাভ বচ্চন। আর তাই রেটিংয়ে তিনি আছেন এক নম্বরে।