'ওম্যান ইন গোল্ড' ছবিতে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন, 'এক্স-মেন' তারকা রায়ান রেনল্ডসের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছেন 'মিশন ইম্পসিবল' তারকা টম ক্রুজের সাবেক স্ত্রী ও হলিউডের অভিনেত্রী কেটি হোমস। এর আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'টিচিং মিসেস টিঙ্গল' ছবিতে হেলেন মিরেনের সঙ্গে অভিনয় করেছিলেন কেটি হোমস। 'ওম্যান ইন গোল্ড' ছাড়াও কেটির হাতে রয়েছে আরও দুটি ছবির কাজ। বর্তমানে তার অভিনীত 'মেনিয়া ডেজ' ছবির শুটিংয়ের কাজ চলছে। এ ছাড়া 'দ্য গিভার' ছবিতেও দেখা যাবে ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রীকে। 'ওম্যান ইন গোল্ড' ছবির পরিচালকের আসনে রয়েছেন সিমন কার্টিস। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেটি।