দীপিকা গিয়েছিলেন মার্কিনে পরিবারের সঙ্গে ঘুরতে। কিন্তু হঠাৎই পরিবারের সঙ্গ ছেড়ে বার্সেলোনায় রণবীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল দীপিকাকে। জানা গেছে, শুধু দিনভর নয়। রণবীরের সঙ্গে একটা রাতও কাটালেন বার্সেলোনায় দীপিকা।
জোয়া আখতারের নতুন ছবি 'দিল ধরেক নে দো'-র শ্যুটিংই চলছে বার্সেলোনায়। তাই শুধু রণবীর নয়, শ্যুটিংয়ে হাজির আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার। দীপিকাকে গোটা টিমের সঙ্গে আড্ডা মারতেও দেখা গেছে।
তবে শ্যুটিং ফ্লোরের খবর অনুযায়ী, দীপিকাকে সময় দেওয়ার জন্য রণবীর নাকি কিছুটা সময় শ্যুটিং থেকে ব্রেক নিয়ে শহর ঘুরতে বেরিয়ে পড়েছিলেন দীপিকার সঙ্গে। এমনকি রাতও কাটিয়েছেন একই হোটেলে!