বরেণ্য কথাসাহিত্যিক ধ্রুব ভট্টাচার্যের এই আকাশের নীচে উপন্যাস অবলম্বনে নির্মিত হলো টেলিফিল্ম আকাশ কত দূরে।
ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এ টেলিফিল্মটি পরিচালনায় রয়েছেন অলীক রহমান। আকাশ কত দূরের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা ও হুমায়রা হিমু। রিপন শাহরিয়ার ও সোলায়মান রেজার সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে সম্পাদনা চলছে টেলিফিল্মটি।
আগামী ঈদে বিটিভি’র বিশেষ অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা অলীক রহমান।
‘আকাশ কত দূরে’ প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, প্রেমের গল্প হলেও টেলিফিল্মটিতে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসঙ্গতি। বিনোদনের পাশাপাশি টেলিফিল্মটিতে দর্শক খুঁজে পাবে ব্যক্তিগত জীবনের নানা বাস্তবচিত্র।