অল্প অল্প প্রেমের গল্প দেখতে দর্শক নাকি ভালোই সিনেমা হলের দরজার কড়া নাড়ছে-
উফ, সে আর বলতে, আমি প্রথম দিন সিনেমা হলে গিয়ে নিজেই তাজ্জব বনে গেছি। শখের প্রেমের গল্প দেখতে দর্শক এভাবে হুমড়ি খেয়ে পড়বে তা স্বপ্নেও ভাবিনি। এত্ত দর্শক আর তাদের রিঅ্যাক্ট দেখে এখন আমার ভিতরকার আত্দবিশ্বাসটা আরও বড় হয়েছে। খুশিতে আমি আকাশে সাদা মেঘ হয়ে উড়ছি।
প্রেমটা অল্প অল্প কেন?
হুম, আমি আর নিলয় প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইনি। পায়ের নিচে আগে শক্ত মাটি খুঁজে ফিরেছি। কাঁচা কাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায় না। ধীরলয়ের এই প্রেম নিয়ে ধীরে সুস্থে এগোতে গিয়ে কখনো ভুল চুক আমাদের ভুগিয়েছে। কখনো বা মধুর হাসি হাসিয়েছে। কিন্তু শুধু স্বপ্ন দেখা প্রেমের ভেলায় ভাসতে চাইনি বলে অনেক কাটাকুটি শেষে 'প্রতিষ্ঠা' নামক শব্দটি আমাদের প্রেমের গল্পে জোরালোভাবে যোগ হয়েছে।
প্রেমের গল্পে শখের বুনন কেমন ছিল?
হা...হা...হা, দর্শক হয়ে ছবিটি দেখতে গিয়ে আরও বেশি আত্দবিশ্বাসে বলীয়ান হয়েছি। ছবিতে আমার চরিত্রের নাম তানিয়া। যে কিনা খুবই বাবলি আর ইন্ডিপেন্ডেন্ট একটি মেয়ে। সোশ্যাল ওয়ার্কও করে। এর মাঝে আবার প্রেমের উঁকিঝুঁকি। সব মিলিয়ে ছবিতে তানিয়া নামের শখ হাই স্পিডে দৌড়েছে। তাই তো সবাই বলছে শখের বুনন নাকি খুব অাঁটসাঁট ছিল। একথা শুনে এখন আমার খুশির কোনো সীমা নেই।
নিলয়ের সঙ্গে শখের পর্দা রসায়ন দর্শকের মনে রং ধরাতে পেরেছে?
হ্যাঁ, খুব পেরেছে। আগে তো আমাদের বাস্তব জীবন নিয়ে প্রেম, রসায়নের গল্প কম হয়নি। ছোট পর্দাতেও আমাদের কাজ দেখে দর্শক পজেটিভ রায় দেয়। এবার বড় পর্দায় দুজনকে একসঙ্গে পেয়ে খুশিতে তারা পুতুপুতু হয়েছে এবং স্বাগত জানিয়েছে।
অল্প অল্প প্রেমের গল্পে শুধুই প্রেমের প্যানপ্যানানি, নাকি সঙ্গে কিছু ফ্রি আছে?
অবশ্যই প্রেমের মাঝে অনেক কিছু যোগ হয়েছে। এক কথায় প্রকৃত বিনোদনে মজাদার হয়েছে ছবিটি। তবে সবচেয়ে বড় কথা হলো এই ছবিতে প্রেমিক -প্রেমিকা এবং একটি পরিবারের সব সদস্যই কোনো না কোনোভাবে নিজেদের অথবা আশপাশের মানুষকে খুঁজে পেয়েছে। তাই তো তারা ছবিটি দেখতে বসে মনে মনে বা প্রকাশ্যে বলে উঠেছে- আরে এ যে দেখছি আমি অথবা তিনি কিংবা সে। আরেকটি বিষয় হলো এ ছবির সবকিছুই হচ্ছে ভেরি সিম্পল অ্যান্ড স্মুথ। গল্প বা চরিত্রে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। সবকিছুর উপস্থাপনা ছিল সাবলীল। তাই তো 'অল্প অল্প প্রেমের গল্প' বেশি করে দর্শকের মনে ধরেছে।