লাভারবয় সালমান খান বর্তমানে 'ড. ক্যাবি' ছবির প্রচারণায় কানাডায় রয়েছেন। খবরটি জানেন তার সাবেক প্রেমিকা সোমি আলী। এত কাছে এসে সালমান ফিরে যাবেন দেখা না করে! তাই সালমানকে সোমি নিজের মায়ামী বিচের বাড়িতে দাওয়াত করেছেন। লাভারবয় কি সেই দাওয়াত ফেলতে পারেন? না। তাই সোমির ডাকে সাড়া দিয়ে খানসাহেব প্রেমিকার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
'কিক' ছবির শুটিং, মুক্তি ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটানোর পর ছুটি কাটানোর সিদ্ধান্ত নেন সালমান। পাশাপাশি স্বাস্থ্যপরীক্ষা করার জন্য ভারত ছাড়েন তিনি। এরই ফাঁকে সাবেক প্রেমিকার আমন্ত্রণ পেয়ে তার সঙ্গে চমৎকার কিছু সময় কাটানোর পরিকল্পনা করেছেন সালমান। মায়ামীতে সোমি একটি দাতব্য প্রতিষ্ঠান চালান। 'নো মোর টিয়ারস' নামের প্রতিষ্ঠানটি মানব পাচার ও গৃহসন্ত্রাসের শিকার মানুষদের সাহায্য দিয়ে থাকে। সালমানেরও একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। নাম বিয়িং হিউম্যান ফাউন্ডেশন। এর আগেও বেশ কয়েকবার সোমির সঙ্গে দেখা করে বিয়িং হিউম্যান ফাউন্ডেশন নিয়ে আলাপ-আলোচনা করেছেন সালমান। এক সাক্ষাৎকারে সোমি বলেছিলেন, 'সালমান আমার প্রথম প্রেমিক। কৈশোরে তার প্রেমে হাবুডুবু খেয়েছি। আমার একটাই উদ্দেশ্য ছিল_ সালমানকে বিয়ে করা। ১৫ বছর বয়সে বোকামি করার বৈধতা নিশ্চয় সবারই থাকে।'