পপতারকা জাস্টিন বিবার এবার আসছেন রুপালি পর্দায়। অ্যাকশন থ্রিলার সিরিজ 'এক্সপেন্ডেবলস'-এর চতুর্থ পর্বের খলনায়ক হিসেবে নাকি ভাবা হচ্ছে তার কথাই। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলেছে, খোদ সিলভেস্টার স্ট্যালোনই চাইছেন বিবারকে খলচরিত্রে নিতে। ৬৮ বছর বয়সী এই অভিনেতা সিরিজে নতুনত্ব আনতে ব্যবহার করতে চাইছেন তরুণ তারকাদের। বিবারের জনপ্রিয়তা এক্ষেত্রে কাজে দেবে বলেই তার ধারণা। স্ট্যালোন এমনটা ভাবলেও সিনেমাটি আরেক অভিনেতা র্যান্ডি কটুওর বলেছেন, বিবারকে খলনায়কের ভূমিকায় মানাবে না। 'সত্যি বলতে কি, আমার মনে হয় না কোনো পপতারকাকে এই সিনেমায় আনা উচিত। সহকর্মীদের মতামত যাই হোক, স্ট্যালোন নাকি বিবারকে নেওয়ার ব্যাপারে গোঁ ধরেছেন। সেক্ষেত্রে 'এঙ্পেন্ডেবলস ফোর' সত্যিই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে।