হলিউড অভিনেতা জর্জ ক্লুনির বয়স ৫৩। জীবনের এতটা পথ পাড়ি দিয়েও আকর্ষণীয় চেহারা ও আবেদন ধরে রেখেছেন তিনি। যেন বয়সকে হার মানিয়ে চিরতরুণ তারকায় পরিণত হয়েছেন ক্লুনি। হলিউডের চিরতরুণ অভিনেতা নির্বাচনে সম্প্রতি এক জরিপ করা হয়েছে। চলচ্চিত্রপ্রেমী দর্শক ও ভক্তদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন জর্জ ক্লুনি। চল্লিশের বেশি বয়স এমন তারকাদের মধ্যে কে বেশি তারুণ্য ধরে রাখতে পেরেছেন তা নির্বাচনের জন্য সম্প্রতি জরিপ চালায় যুক্তরাজ্যের ক্রাউন ক্লিনিক। জরিপে অংশগ্রহণকারীদের ভোটের ভিত্তিতে চিরতরুণ তারকার তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় ক্লুনির পরেই ঠাঁই পায় ৫০ বছর বয়সী হলিউড অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিটের নাম।