'কুইন' ছবির সাফল্যের পর একের পর এক জীবনীমূলক গল্পের প্রস্তাব আসতে শুরু করেছে কঙ্গনা রানাওয়াতের কাছে। সঞ্জয় লীলা বানসালি ও প্রকাশ ঝার পর এবার হানসাল মেহতাও জীবনীমূলক ছবি নিয়ে কঙ্গনার দরজায় কড়া নাড়লেন। কিন্তু একি, তিনজনকেই অবাক করে না করে দিলেন এই অভিনেত্রী। ২৬ বছর বয়সী কঙ্গনা যে ইচ্ছা করে এমন করছেন তা কিন্তু নয়, তার হাতে এখন একটি দুটি নয় চারটি ছবির কাজ। সব মিলিয়ে এতটাই ব্যস্ত যে, শ্বাস নেওয়ার সময় পাচ্ছেন না এই অভিনেত্রী। তাই বাধ্য হয়েই জানিয়ে দিলেন, তিনটি ছবির একটিও করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
আপাতত তার হাতে আছে 'কাট্টি বাট্টি', 'আগলি', 'ডিভাইন লাভারস' ও 'ধামাল টু' ছবি। 'কাট্টি বাট্টি' ছবিতে ইমরান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন কঙ্গনা। এ ছাড়া 'ডিভাইন লাভারস' ছবিতে তার নায়ক ইরফান খান।