ঢালিউডের মিষ্টি মেয়ে-খ্যাত অভিনেত্রী পূর্ণিমা নাকি আর অভিনয়ে ফিরবেন না। এমন কথা অনেকদিন ধরেই চলচ্চিত্রপাড়ায় চাউর আছে। অনেকে একে গুঞ্জন বলেই ধরে নিয়েছেন। কারণ, চিত্রনায়িকারা হঠাৎ করে বিয়ে করলে হরহামেশা এমন কথাই নাকি বলে থাকেন। বিয়ের পর নায়িকাদের কমন ডায়ালগ হলো- 'আমি এখন স্বামী-সংসার-সন্তান নিয়েই থাকতে চাই। আর অভিনয় নয়।' এমন কথা বলার পর আবার এক সময় অভিনয়ে ফিরেও আসেন অনেকে। তবে পূর্ণিমা নাকি তার সিদ্ধান্তে অটল। সম্প্রতি এক নির্মাতা নাকি পূর্ণিমাকে তার ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন। পূর্ণিমা তাকে সাফ না করে দিয়েছেন। কারণ হিসেবে নতুন যুক্তি উপস্থাপন করে তিনি ওই নির্মাতাকে বলেন, দেখুন বিয়ের পরও আমি অভিনয় করেছি। ইচ্ছা ছিল আমার সন্তান হাঁটিহাঁটি পা-পা করতে শিখলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াব। কিন্তু সম্প্রতি কণ্ঠশিল্পী ন্যান্সির ঘটনাটি আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয় বিয়ে এবং মা হওয়ার পর অভিনয়ে আর না যাওয়াই ভালো। কারণ, এতে সংসারের শান্তি নষ্ট হয়। ছোটখাটো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে খুনসুটি লেগেই থাকে। আর আমি তো অনেকদিন ধরে বড় ও ছোট পর্দায় কাজ করলাম। তাই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আর অভিনয়ে ফিরব না। চলচ্চিত্রকারদের কথায় পূর্ণিমা তাহলে সত্যিই চলচ্চিত্র জগৎকে গুডবাই জানালেন। কিন্তু একটি সূত্র বলছে, আসলে অনেকদিন বড় পর্দায় অনুপস্থিত থাকায় এখন দর্শক তাকে আর গ্রহণ করবে কি-না এ নিয়ে চিন্তিত পূর্ণিমা। তাই এ কথা-সে কথা বলে আসলে তিনি দর্শকের সিমপ্যাথি আদায় করতে চাইছেন। তা ছাড়া মা হওয়ার পর বেশ মুটিয়েও গেছেন তিনি। এক সময় দেখা যাবে ঠিকই অভিনয়ে ফিরেছেন পূর্ণিমা। সম্প্রতি এমনটিই করেছেন রেসি। বিয়ের পর এই নায়িকাও ঘোষণা দিয়েছিলেন 'আর অভিনয় নয়'। কিন্তু সন্তানের মুখে আধো বোল ফোটার আগেই বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। হাওয়া বলছে, পূর্ণিমাও নাকি এখন রেসির পথ ধরে হাঁটতে চাইছেন।