আজ রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'পিঞ্জর'। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, বন্যা মির্জা, সাজু খাদেম, মাজনুন মিজান, শিশুশিল্পী স্বচ্ছ, সেমন্তিসহ আরও অনেকে। প্রায় ১৩-১৪ বছর নিখোঁজ থাকার পর মানিক মিঞা আবার যেদিন বাড়ি ফিরে আসেন সেদিন তার বড় মেয়ে পরীর বিয়ে। কিন্তু বাড়ির কেউ মেনে নেন না মানিক মিঞাকে। শেষ পর্যন্ত শালিস বসে। সিদ্ধান্ত হয়- এত বছর নিখোঁজ থাকার দায়ে আবারও গ্রাম ছাড়তে হবে মানিক মিঞাকে।