বলিউডের জনপ্রিয় অভিনেতা বোমান ইরানিকে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে। পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন রবি পুজারির কাছ থেকে টেলিফোনে হুমকি পাওয়ার অভিযোগের ভিত্তিতে ইরানিকে এ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
হুমকির ধরণ কি তা বিস্তারিত না জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বোমানি পুজারির কাছ থেকে হুমকি কল পেয়েছেন এবং আমরা তাকে নিরাপত্তা দিয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করছি।
ইরানি অভিনীত নতুন মুুভি 'হ্যাপি নিউ ইয়ার' আগামী অক্টোবরে মুক্তি পাওয়া কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট চলচ্চিত্র নির্মাতা আলী মোরানির বাড়ির বাইরে অজ্ঞাত তিন ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল। এ ঘটনা কেন্দ্র করে বলিউড কিং খ্যাত শাহরুখ খানের বান্দ্রার বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।