বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন হলিউড তারকা ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি ফ্রান্সে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের ছ্য় ছেলে-মেয়ে। এসময় ব্রাঞ্জেলিনার ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স (১৩) ও প্যাক্স (১০) মায়ের সঙ্গে হেঁটেছে, দুই মেয়ে জাহারা (৯) ও ভিভিয়েনা (৬) মায়ের হাঁটার পথে ফুল ছিটিয়ে দেয়। আর আংটি পরাতে সহায়তা করেছে শিলোহ ও নক্স।
এদিকে, বিয়ের পরই নাকি খোলামেলা অভিনয় করতে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি! ব্র্যাড এবং অ্যাঞ্জি পরবর্তী ছবি 'বাই দ্যা সি' এর কাজ শুরু হতে যাচ্ছে। 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ'-এর পর এটা তাদের একসঙ্গে করা দ্বিতীয় ছবি।
নতুন ছবির গল্প এবং পরিচালনার দায়িত্বে আছেন ৩৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিজেই। শোনা যাচ্ছে, 'বাই দ্যা সি' ছবিতে বেশ কয়েকটি ক্রেজি সেক্স সিন থাকবে। আর জোলিকে দেখা যাবে আগের চাইতেও বেশি খোলামেলা অবস্থায়।
ইতোমধ্যেই ব্র্যাড এবং অ্যাঞ্জি ক্যামেরার সামনে ইন্টিমেট হওয়ার জন্য তৈরি হচ্ছেন। ছবির শ্যুটিং হবে মাল্টায়। আর ছবির অনেকটুকু দৃশ্য ধারণ করা হবে সমুদ্রের তলায়।