সুরকার শওকত আলী ইমনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আজ সোমবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুঁইয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কারগার থেকে শুনানি চলাকালে ইমনকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাকে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, পুলিশ তার বিরুদ্ধে করা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনের করে। কিন্তু আদালত তা নাকচ করে আগামী তিনদিনের মধ্যে জেলে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী জিনাত কবীর তিথির দায়ের করা মামলায় ইমনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।