'মোস্ট ওয়েলকাম টু'-এর সাফল্য নিয়ে কিছু বলুন।
ঈদে মুক্তি পেয়ে ছবিটি অসাধারণ ব্যবসা করেছে। ঈদের এক নাম্বার ছবির তালিকায় এটি নাম লিখিয়েছে। শুধু দেশে নয়, জাপান ,আমিরিকা, ইংল্যান্ডসহ বিশ্বের আরও কয়েকটি দেশ ছবিটির প্রদর্শনে আগ্রহ দেখিয়েছে। ভালো কাজের প্রতি দর্শকের এই গ্রহণযোগ্যতায় আমার ও অনন্তর উৎসাহ বহুগুণে বেড়ে গেছে। দর্শকদের আরও সমৃদ্ধ কাজ উপহার দেব।
এবার দর্শক আপনাদের কাছ থেকে কি উপহার পাচ্ছে?
শীঘ্রই 'দ্য স্পাই' নামে একটি ছবি নির্মাণের কাজ শুরু করব। এই ছবির কারিগরি মান থেকে শুরু করে গল্প, গান, লোকেশন আরও উন্নত হবে।
এত সাফল্য সত্ত্বেও নানা অপপ্রচার হচ্ছে, এ বিষয়ে কি বলবেন?
এসব অপপ্রচার বন্ধ হওয়া উচিত। অলোচনা-সমালোচনা হতে হবে গঠনমূলক। কিন্তু সমালোচনার নামে যদি উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হয় তা হলে ভালো কাজ হবে কি ভাবে? আমরা আপ্রাণ চেষ্টা করছি চলচ্চিত্রের সুদিন ফেরাতে। এই কাজে সবার সহযোগিতা আমাদের প্রত্যাশা। যৌক্তিক সমালোচনা গ্রহণে আমরা সবসময় প্রস্তুত। এতে আমাদের কাজের মান বাড়বে। কিন্তু মনগড়া লিখবে, কটাক্ষ করবে, এটি কি ঠিক। আমাদের ছবি সব শ্রেণীর দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে। সব সিনেপ্লেঙ্সহ সারা দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়। তা ছাড়া টিভি চ্যানেলগুলো আমাদের ছবি নিয়ে লাইভ অনুষ্ঠান প্রচার করে। দর্শকদের ভিড় সামালাতে সিনেপ্লেঙ্গুলোতে অন্যান্য ছবির প্রদর্শন কমিয়ে বা বন্ধ করে আমাদের ছবি প্রদর্শিত হয়। যমুনা ব্লকবাস্টারে একদিনে আট থেকে দশটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়, এমনকি লেট নাইট শো রাত ২টা পর্যন্ত প্রদর্শনের ব্যবস্থাও করা হয়। 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রটি অর্থমন্ত্রী মহোদয়, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় তাদের পরিবারবর্গ নিয়ে হলে গিয়ে উপভোগ করেছেন। আমরা বাংলাদেশি চলচ্চিত্রকে একটি ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে চাইছি। সেখানে গানের একটি সামান্য ক্রোমা শট নিয়ে আমাদের কটাক্ষ করা হচ্ছে। এটি কতটুকু যৌক্তিক তা দর্শকই বিবেচনা করবে।
ছবির গানের ক্ষেত্রে ক্রোমা নিয়ে প্রশ্ন উঠেছে, এ বিষয়ে কি বলবেন?
ক্রোমায় দুটি গান ছিল, এটা আমরাও স্বীকার করি। এবং সেই গানগুলো কারেকশন করা হচ্ছে। কারেকশন করে তা খুব শিগগিরই নতুন প্রজেকশন দেওয়া হবে। কিন্তু সার্বিকভাবে ছবির মৌলিক গল্প, অ্যাকশন নিয়ে ইতিবাচক কথা বলতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সবাইকে হলমুখী করতে। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে। কিন্তু সেগুলো নিয়ে আলোচনা কম। তারপরেও বলব, অপপ্রচার আমাদের ভালো কাজকে থামাতে পারবে না। কারণ দর্শক আমাদের সঙ্গে আছে।
* শোবিজ প্রতিবেদক