বলিউডের সেক্সি স্টার মালাইকা অরোরা খান৷ অনেকদিন অবশ্য বি-টাউনের গসিপে তাকে নিয়ে তেমন আলোচনা নেই। তবে সম্প্রতি কোমরে তিনটে ‘ফ্লাইং বার্ড’-র ট্যাটু করে ফের আলোচনায় এসেছেন ‘মুন্নি বদনাম’-র মালাইকা৷ ট্যাটু করে তিনি ধরা দিলেন সংবাদমাধ্যমে৷ এই নিয়ে তৃতীয়বার ট্যাটু করলেন বলিউড বিউটি ও ‘ইয়ামি মাম্মি’ মালাইকা অরোরা খান৷
মালাইকা তাঁর ‘ইন্সটাগ্রাম পেজ’-এ পোস্ট করেছেন সেই ট্যাটুর ছবিও৷ এমনকি ট্যাটু শিল্পীর ট্যাটু করার সময়ের ছবিও পোস্ট করেছেন মালাইকা৷ ‘জাহির তাঁর সেরাটুকু দিয়ে ট্যাটু করবে’ এই ক্যাপশানে ছবি পোস্ট করেছেন তিনি৷