হলিউড মডেল ও অভিনেত্রী কেলি ব্রুককে দেখলে বেশ শান্ত স্বভাবেরই মনে হয়। তিনিও যে প্রয়োজনে মারকুটে হয়ে উঠতে পারেন তা হয়ত অনেকেরই জানা ছিল না। তবে এটা হাড়েহাড়ে টের পেয়েছিল কেলির প্রেমিক ড্যানি কিপরিয়ানিক। কারণ কেলির ওজনদার ঘুষিটা ড্যানির চেহারাই যে বদলে দিয়েছিল।
নিজের আত্মজীবনী ‘আপ ক্লোজ’ এ সাবেক প্রেম সম্পর্কে এমনটাই জানিয়েছেন মিস ব্রুক। লাস ভেগাসের এক ট্যুরে ঘটনাটি ঘটে। তিনি জানান, ড্যানি বাথরুমে যাওয়ার নাম করে তাকে অপহরণের পরিকল্পনা করছিল।
কেলি তার আত্মজীবনীতে লিখেন, একসঙ্গে ক্লাবে গিয়েছিলেন তিনি ও ড্যানি। পার্টিতে নাচ চলাকালীন সময়ে হঠাৎ বাথরুমে যাওয়ার কথা বলেন ড্যানি। বেশ কিছুক্ষণ হয়ে গেলে কেলি তাকে খুঁজতে বাথরুমের দিকে যান এবং এপাশ থেকে আলাপরত ড্যানির পরিকল্পনা জানতে পারেন। এরপর বাথরুম থেকে বেরিয়ে আসলে ড্যানিকে কষিয়ে ঘুষি বসিয়ে দেন এবং পার্টি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন।
কিন্তু দুঃখের বিষয়, কেলির এ কাণ্ডে আশপাশের মানুষজন মাদকাসক্ত মনে করে তাকেই পার্টি থেকে বের করে দেয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১৩ সালের আগস্টে প্রতারণার কারণে ড্যানির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান কেলি ব্রুক।
যাই হোক, ড্যানির সঙ্গে বিচ্ছেদ ঘটলেও তিনি আর একা নন। সম্প্রতি ডেভিড ম্যালনটোসের সঙ্গে বাগদান করেছেন এ অভিনেত্রী।