হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সসহ প্রায় ২০ জন নামীদামি সেলিব্রেটির ঘনিষ্ঠ ছবি অনলাইনে ফাঁসের ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। জেনিফার লরেন্সের অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ কাজে নেমেছে। এক হ্যাকার সেলিব্রেটিদের মোবাইল ফোন থেকে তাদের অন্তরঙ্গ ছবি হ্যাক করেছে বলে সন্দেহ করা হচ্ছে। খবর বিবিসির
এফবিআই'র একজন মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন যে, তারা এমন অভিযোগের ব্যাপারে অবগত আছেন এবং এর তদন্ত করছেন।
মোবাইল ফোন সেবা যেমন অ্যাপলের আই ক্লাউড সার্ভিসের মাধ্যমে সেলিব্রেটিদের ছবিগুলো তাদের মোবাইল থেকে চুরি করে পরবর্তীতে এগুলো অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে কোম্পানিটি জানিয়েছে যে, আইক্লাউড অ্যাকাউন্টস হ্যাক হয়েছে কিনা তা তারা তদন্ত করে দেখছে।
অভিনেত্রী লরেন্সের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনা ব্যক্তি গোপনীয়তার সম্পূর্ণ লঙ্ঘন।